Why We Use N95 Mask??/করোনাকে রুখতে কেন N95 মাস্ক?




     Why We Use N95 Mask??/করোনাকে রুখতে কেন N95 মাস্ক?:-                
২০১৯ সালের শেষের দিকে যে ভাইরাস(SARS-COV-2) শুধুমাত্র চিনে ছিল আজ তা সারা বিশ্বে। আক্রান্ত আর মৃতের সংখ্যা না হয় নাই বা বললাম। সকলেই এই মুহূর্তে নিউজ দেখে এবং দেখছে। ধীরে ধীরে এই sars-cov-2 বা করোনা ভাইরাস কিভাবে গ্রাস করছে বিশ্বকে। ভারতে যখন এর প্রকোপ বাড়তে শুর‍্ করে তার প্রথম সতর্কতা হিসাবে আমাদের কাছে আসে N95 মাস্ক
করোনাকে রুখতে কেন N95 মাস্ক?/Why We Use N95 Mask??



কেন শুধু মাত্র N95 মাস্ক????? আমরা ভাবিনি,ভাবা আমাদের কাজ নয়। আমরা শুধু লাইন দিয়ে কিনতে ছুটে চলে গেছি। চলুন তাহলে জানা যাক N95 মাস্ক কি এবং কেন? সাথে অন্যান্য মাস্ক।

                   N95ও ‘N100 মাস্ক

N95 মাস্কসবাই এই মাস্ক ব্যবহার করতে চায় এখানে 'N' মানে হচ্ছে ‘Not resistant to oil’, অর্থাৎ, যখন বাতাসে oil particulate বা তৈলাক্ত ক্ষুদ্র বস্তুকণা থাকবে না, তখন এই মাস্ক ব্যবহার করা যাবে আর '95' মানে হচ্ছে এটি ৯৫ শতাংশ এয়ারবোর্ন পার্টিকুলেট ম্যাটার বা বায়ুপরিবাহিত ছোট বা বড় বস্তুকণা প্রতিরোধ করতে সক্ষম একইভাবে, N100 মানে হচ্ছে এটি শতভাগ পার্টিকুলেট ম্যাটার প্রতিরোধে সক্ষম
করোনাকে রুখতে কেন N95 মাস্ক?/Why We Use N95 Mask??


R95 R100 মাস্ক

              আর বাতাসে যখন অয়েল পার্টিকুলেট থাকে, তখন 'R’ মাস্ক ব্যবহার করা হয়। এই 'R' মানে হচ্ছে Resistant to oil, অর্থাৎ, এটি তেল জাতীয় যেকোনো ক্ষুদ্র বস্তাকণা প্রতিরোধ করতে সক্ষম। R95 মাস্কের মানে হচ্ছে এই মাস্কটি বাতাসে ভাসমান ৯৫ শতাংশ তৈলাক্ত বস্তুকণা প্রতিরোধ করতে সক্ষম। একইভাবে, R100 মানে হচ্ছে এটি শতভাগ তৈলাক্ত বস্তুকণা প্রতিরোধ করতে সক্ষম

P মাস্ক

                আরেকটা মাস্ক আছে, 'P' মাস্ক P মানে হচ্ছে Oil Proof. এই মাস্কের ফিল্টার একাধিকবার ব্যবহার করা যায়
করোনাকে রুখতে কেন N95 মাস্ক?/Why We Use N95 Mask??

সার্জিক্যাল মাস্কের সাথে N95 মাস্কের পার্থক্য কী? 

                       সার্জিক্যাল মাস্ক শুধু ডাক্তাররা পড়েন, যখন তারা কোনো রোগীর অপারেশন করেন বা কোনো ভালনারেবল রোগীর কাছাকাছি যান। সার্জিক্যাল মাস্কে পরার প্রধান কারণ হচ্ছে ডাক্তারের শরীর থেকে যাতে রোগীর শরীরে কোনো সংক্রমণ না হয়
করোনাকে রুখতে কেন N95 মাস্ক?/Why We Use N95 Mask??


N95 মাস্ক যিনি পরবেন, তিনি বাতাসে ভাসমান ভাইরাস বা জীবানু থেকে ৯৫ ভাগ সুরক্ষিত থাকবেন। কিন্তু সার্জিক্যাল মাস্ক বায়ুবাহিত বিভিন্ন জীবাণু থেকে পুরোপুরি সুরক্ষা দিতে পারে না। এটা মূলত বাহিরে পরার মাস্ক না সার্জিক্যাল মাস্ক ঢিলেঢালা করে পরা যায়, কিন্তু N95 মাস্ক মুখের সঙ্গে শক্তভাবে লেগে থাকতে হবে। কোনো ফাঁক রাখা যাবে না

      বর্তমানে করোনা আক্রান্ত রোগীদের যে ডাক্তাররা দেখছেন তাদের কাছেই এই N95 মাস্ক নেই। কি শুনে থমকে গেলেন? আশ্চর্য হচ্ছেন যে অস্ত্র ছাড়া সিপাহী লড়াই করবে কিভাবে? কিন্তু দেখুন তারা লড়ছে, প্রতিনিয়ত, প্রতিক্ষণ। না এর উত্তর আমার কাছে নেই, হয়ত আমদের প্রধানমন্ত্রী কিমবা মুখ্যমন্ত্রী দিতে পারবে এর সদুত্তর।
করোনাকে রুখতে কেন N95 মাস্ক?/Why We Use N95 Mask??



Oldest