Why We Use N95 Mask??/করোনাকে রুখতে কেন N95 মাস্ক?:-
২০১৯ সালের শেষের দিকে যে ভাইরাস(SARS-COV-2) শুধুমাত্র চিনে ছিল আজ তা সারা বিশ্বে। আক্রান্ত আর মৃতের সংখ্যা না হয় নাই বা বললাম। সকলেই এই মুহূর্তে নিউজ দেখে এবং দেখছে। ধীরে ধীরে এই sars-cov-2 বা করোনা ভাইরাস কিভাবে গ্রাস করছে বিশ্বকে। ভারতে যখন এর প্রকোপ বাড়তে শুর্ করে তার প্রথম সতর্কতা হিসাবে আমাদের কাছে আসে N95 মাস্ক।
২০১৯ সালের শেষের দিকে যে ভাইরাস(SARS-COV-2) শুধুমাত্র চিনে ছিল আজ তা সারা বিশ্বে। আক্রান্ত আর মৃতের সংখ্যা না হয় নাই বা বললাম। সকলেই এই মুহূর্তে নিউজ দেখে এবং দেখছে। ধীরে ধীরে এই sars-cov-2 বা করোনা ভাইরাস কিভাবে গ্রাস করছে বিশ্বকে। ভারতে যখন এর প্রকোপ বাড়তে শুর্ করে তার প্রথম সতর্কতা হিসাবে আমাদের কাছে আসে N95 মাস্ক।
কেন শুধু মাত্র N95 মাস্ক????? আমরা ভাবিনি,ভাবা আমাদের কাজ নয়। আমরা শুধু লাইন দিয়ে
কিনতে ছুটে চলে গেছি। চলুন তাহলে জানা যাক N95 মাস্ক কি এবং কেন? সাথে অন্যান্য মাস্ক।
‘N95’ ও ‘N100’ মাস্ক
N95 মাস্ক।
সবাই এই মাস্ক ব্যবহার করতে চায়। এখানে 'N' মানে হচ্ছে ‘Not resistant to oil’, অর্থাৎ, যখন বাতাসে
oil particulate বা তৈলাক্ত ক্ষুদ্র বস্তুকণা থাকবে না, তখন এই মাস্ক ব্যবহার করা যাবে। আর '95' মানে হচ্ছে এটি ৯৫ শতাংশ এয়ারবোর্ন পার্টিকুলেট ম্যাটার বা বায়ুপরিবাহিত ছোট বা বড় বস্তুকণা প্রতিরোধ করতে সক্ষম। একইভাবে, N100
মানে হচ্ছে এটি শতভাগ পার্টিকুলেট ম্যাটার প্রতিরোধে সক্ষম।
আর বাতাসে যখন অয়েল পার্টিকুলেট থাকে, তখন
'R’ মাস্ক ব্যবহার করা হয়। এই 'R' মানে হচ্ছে Resistant to oil, অর্থাৎ, এটি তেল জাতীয় যেকোনো ক্ষুদ্র বস্তাকণা প্রতিরোধ করতে সক্ষম। R95 মাস্কের মানে হচ্ছে এই মাস্কটি বাতাসে ভাসমান ৯৫ শতাংশ তৈলাক্ত বস্তুকণা প্রতিরোধ করতে সক্ষম। একইভাবে, R100 মানে হচ্ছে এটি শতভাগ তৈলাক্ত বস্তুকণা প্রতিরোধ করতে সক্ষম।
P মাস্ক
সার্জিক্যাল মাস্ক vs N95 মাস্ক
সার্জিক্যাল মাস্কের সাথে N95
মাস্কের পার্থক্য কী?
সার্জিক্যাল মাস্ক শুধু ডাক্তাররা পড়েন, যখন তারা কোনো রোগীর অপারেশন করেন বা কোনো ভালনারেবল রোগীর কাছাকাছি যান। সার্জিক্যাল মাস্কে পরার প্রধান কারণ হচ্ছে ডাক্তারের শরীর থেকে যাতে রোগীর শরীরে কোনো সংক্রমণ না হয়।
সার্জিক্যাল মাস্ক শুধু ডাক্তাররা পড়েন, যখন তারা কোনো রোগীর অপারেশন করেন বা কোনো ভালনারেবল রোগীর কাছাকাছি যান। সার্জিক্যাল মাস্কে পরার প্রধান কারণ হচ্ছে ডাক্তারের শরীর থেকে যাতে রোগীর শরীরে কোনো সংক্রমণ না হয়।
N95
মাস্ক যিনি পরবেন, তিনি বাতাসে ভাসমান ভাইরাস বা জীবানু থেকে ৯৫ ভাগ সুরক্ষিত থাকবেন। কিন্তু সার্জিক্যাল মাস্ক বায়ুবাহিত বিভিন্ন জীবাণু থেকে পুরোপুরি সুরক্ষা দিতে পারে না। এটা মূলত বাহিরে পরার মাস্ক না। সার্জিক্যাল মাস্ক ঢিলেঢালা করে পরা যায়, কিন্তু N95 মাস্ক মুখের সঙ্গে শক্তভাবে লেগে থাকতে হবে। কোনো ফাঁক রাখা যাবে না।
বর্তমানে
করোনা আক্রান্ত রোগীদের যে ডাক্তাররা দেখছেন
তাদের কাছেই এই N95 মাস্ক নেই। কি
শুনে থমকে গেলেন? আশ্চর্য হচ্ছেন যে অস্ত্র ছাড়া সিপাহী লড়াই করবে কিভাবে? কিন্তু
দেখুন তারা লড়ছে, প্রতিনিয়ত, প্রতিক্ষণ। না এর উত্তর আমার কাছে নেই, হয়ত আমদের প্রধানমন্ত্রী
কিমবা মুখ্যমন্ত্রী দিতে পারবে এর সদুত্তর।
- কাশীরাম দাস কি মহাভারতের হুবহু অনুবাদ করেছেন?
- বর্তমান দিনে শিশুশ্রম ও সভ্য সমাজ
- শ্রীকান্ত জিচকর' ভারতবর্ষের সর্ব্বোচ্চ শিক্ষিত ব্যক্তি
- কবি হওয়ার সহজ উপায় / How To Become A Poet eas
- লকডাউন,ভগবান ও যাদবপুর ঝিলপাড় / Lockdown,God and J.U
- হীরক রাজার দেশে লকডাউন
- প্ল্যানচেটে উত্তমকুমার কে ডাকলাম
- আমরা পুরুষ!! আমরা বর্বর!! / We Are Men !! We Are Barbarians !!
- বাংলা(সাধু) ভাষা প্রসঙ্গে / About Bengali Language
- Sad Reality Of Boys / আজকের সমাজে ছেলেদের গল্প
- A Day (Story) to Before Die / মৃত্যুর আগের একটি (গল্প) দিন।
- বেকারছেলে ও বিকালের মেয়েরা / Unemployed Boys And Girls In Evening
- সোশ্যাল মিডিয়ার E- ভাষা / E- Language Of Social Media
- আমরা বাঙালী, "যতক্ষন শ্বাস, ততক্ষণ গ্রাস"/ Bengali New Year 1st Day for Us
- We Can Do Anything(Deram vs Reality)/ আমরা সব করতে পারি(স্বপ্ন বনাম বাস্তব)
- Corona And Stupid People / করোনা আর বোকা** লোক
ConversionConversion EmoticonEmoticon