বেকারছেলে ও বিকালের মেয়েরা / Unemployed Boys And Girls In Evening


বেকারছেলে ও বিকালের মেয়েরা / Unemployed Boys And Girls In Evening


বেকারছেলে  ও বিকালের মেয়েরা / Unemployed Boys And Girls In Evening




                 " ভাই,জাস্ট মেয়ে গুলোকে দ্যাখ আমি রোজ শনিবার বিকেলে সময়টা এখানে এসে বসি। জায়গাটা শান্ত কিন্তু নির্জন নয়, আর যেন সমাজ থেকে দূরে, সামাজিক চোখ রাঙ্গানি নেই, পুরান ধ্যান-ধারনা নিয়ে ভালো-মন্দ বিচার করার মানুষ ও এখানে তেমন আসে না। জায়গাটার নাম Bypass.


                  আসলে এই নামের মধ্যে বেশ ব্যাঙ্গ আছে, রাস্তাটা এত খারাপ, এত খারাপ যে মানুষ চলাচল নেই, শুধু আমাদের মত ছেলে-মেয়েরাই আসে যারা ওই প্রেম-ভালবাসা-Line মারা নিয়ে আছে এখন ও।


             আমার তেমন কোন প্রিয় মানুষ নেই, শুধু মেয়ে দেখবো বলেই আসি পনেরো থেকে পয়ত্রিশের মধ্যে মহিলা দের দেখবি শুধু আমি তাই দেখি আজেবাজে, ফালতু, ভুলভাল জিনিস দেখি না, দেখার দরকার নেই, একেকজনের হাঁটাচলা দেখ, কথাবার্তা দেখ, ঘুরে তাকানো দেখ, হাসি দেখ মেয়েদের চোখ গুলো লক্ষ করসব টের পেয়ে যাবি ওই দ্যাখ!!রাস্তা পার হচ্ছে একজন!! উফফ!! পুরো মাধুরী দীক্ষীত!! এর অনিল কাপুর আছে কিনা কে জানে!! (থাকলে আমার আর কি ,আমি তো 'কাদের খান') কি দৃপ্ত ভঙ্গীতে হাঁটছে দেখ! যেনো মনে হচ্ছে একটা স্বয়ম্বর সেরে আরেকটা স্বয়ম্বর অ্যারেঞ্জ করতে যাচ্ছে! কোথায় যাচ্ছে বলতোএখন বিকেল পাঁচটা, ঘাড়ে একটা ব্যাগ আছে! মাথায় সানগ্লাস, বয়স সাতাশ আঠাশ, কোথায় যেতে পারে!! হয়তো বাড়ি ফিরছে

                  ভাই ভাই!!!ডানদিকে তাকা! কালো টপ!! দেখেছিস!! চুলটা খুলে দিলে একদম মাহি গিলপিঠে ব্যাগ সিওর রোমিওর অপেক্ষা করছে রোমিও বাইক নিয়ে আসবে!বাইকের পেছনে বসে মাহি গিল কোথায় হারিয়ে যাবে কে জানেহয়তো কোনো দামী রেস্তেরায় বসে বিয়ার খাবে! যাক গে!

                       ভাই ওই মেয়েটাকে দ্যাখ। Hot Pant আর Top হেব্বি লাগছে কিন্তু।(এই সব মেয়েদের যতই ভালো-খারাপ বলি , মনের মধ্যে কিন্তু এইরকম মাল তোলার ইচ্ছাই থাকে, সালোয়ার, চুড়িদার ভালো, কিন্তু এরা অসাধারন, ঠোঁটকাটা, সহসী) একটা সিগারেট শেষ করে আর একটা। সিগারেটের অগ্নিবিন্দুতে সাদা ধোঁয়ার রেখা সাবলীল ভঙ্গিতে শূন্যে ভেসে যাচ্ছে। মনে হয় প্রাচীন কালের কোন রাজা-মহারাজার সভার কোন নর্তকী তার বুক, কোমর, নিতম্ব, হেলিয়ে-দুলিয়ে-বাঁকিয়ে-চুরিয়ে ছলা-কলা শূন্যে বিস্তার করে অন্যায় কলঙ্কের রেখা এঁকে যাচ্ছে আপন মনে।

                     ভাই,মেয়েদের মধ্যে একটা ব্যপার আছে  সবাইকে তুই ভালো করে দেখ, যে যতো সুন্দরী সে ততো ব্যাদরা মুখো হয়ে হাঁটছে, যে সাধারন সে স্বাভাবিক হয়ে হাঁটছে! সুন্দরীরা ভাবে রাস্তার লোক বোধহয় ওর নাকের ফুটোর লোমও দেখে নিচ্ছেঅতএব নিজেকে নিজের মধ্যে লুকিয়ে দৃঢ় ভাবে হেঁটে চলো তবে একটা কথা, প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা শক্ত শিরদাড়া থাকে, আমাদের সেটা নেই

               দুরে ওই মেয়েটাকে দেখ, কি সাধারন পোশাককোনো মেকআপ নেইহাতে একটা প্লাস্টিকের ব্যাগহয়তো তাতে বাবার জন্য ওষুধ নিয়ে যাচ্ছে! হয়তো ভাইয়ের জন্য বই বা মায়ের জন্য কমদামী, ছাপা একখানা নতুন কাপড়। হয়তো টিউশন পড়ায়, হয়তো টিউশনের টাকায় সংসার চালায়হয়তো ওর বিয়ে হবে না!! দাড়া! একটা সিগারেট ধরাই......


                  আহ!! কি সুখ!! ধোওয়াটা আকাশে মিলিয়ে যাচ্ছে!! সবাই সামনে জোড়ায় জোড়ায় হাঁটছে আমি জানি ওরা কি কথা বলছে কেউ বলছে "বাড়িতে বিয়ের চাপ দিচ্ছে", কেউ বলছে " আমার রেগুলার হচ্ছে না কিন্তু", "তোমার আজকের Interview এর কিছু হল" কেউ বলছে " চলো ফুচকা খাই" শহরে সন্ধে নামে আমিও উঠে পড়ি 



              ভিড় বাসে চড়ি মেয়েদের সিটে মেয়েরা গ্যাট হয়ে বসে মোবাইলে খুটখুট করে, একটিবার কি তাকানো যায় না এই অভাগার দিকে?? রড ধরে দাঁড়িয়ে থাকি, বাস ক্রসিং য়ে আটকায়, রবিঠাকুরের গান বাজে, সবুজ বাতি জ্বললে আবার রেস শুরু! গায়ে গায়ে ঘষা লাগে, ঘামে ঘামে প্যাচপেচে স্পর্শ, চোখে চোখে অবুঝ কথা বাস থামে, আমি নামি ফুটপাথের পাগলী টা মুখ ভ্যাংচায়!! আমি সামনে এগিয়ে যাই ওর!! মুখ ভেংচে বলে ওঠে "আমিও মেয়ে, আমাকে নিয়ে কিছু লিখিস না কেন?" ঠিক তক্ষুনি পাগলীর পাশে একটা কাপড়ে জড়ানো সদ্যোজাত শিশু কেঁদে ওঠে, আমি কেঁপে উঠি ওটা পাগলীর সন্তান, ছেলে নাকি মেয়ে!জানতে চাওয়ার সাহস আমার নেই....


(ভালো লাগলে ও ভালো না লাগলে Comment করে জানাতে পারেন।
আদেশ, উপদেশ, অনুরোধ থাকলে তাও জানাতে পারেন।)

বেকারছেলের গল্প,বেকারছেলের ও মেয়ে দেখা,বেকারছেলের প্রেম,বেকারছেলের সিগারেট,মেয়দের সিগারেট খাওয়া,বাইপাসে ঘুরতে যাওয়া,চুড়িদার পড়া মেয়ে,top পড়া মেয়ে,ছেলের মেয়ে দেখা,বিকালে বেরিয়ে মেয়ে দেখাতে পাওয়া,চলো ফুচকা খাই,প্রেম না করার গল্প,বাংলা সাহিত্য,বাংলা গল্প,bekar chele, bangla golpo,বেকারছেলের ও ভিখারির গল্প,বেকারছেলে ও ভিখারির মেয়ে হওয়া,এক ভিখারির গল্প,,ভিখারির সন্তান,,Boys And Girls In Evening,Boys And Girls love story,বেকারছেলে
Previous
Next Post »

1 Comments:

Click here for Comments
নামহীন
admin
২৫ এপ্রিল, ২০২০ এ ৬:৫৭ PM ×

Valo laglo

Congrats bro নামহীন you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar