A Day (Story) to Before Die / মৃত্যুর আগের একটি (গল্প) দিন।



     A Day (Story) Before Die /  মৃত্যুর আগের একটি (গল্প) দিন।


A Day (Story) Before Die /  মৃত্যুর আগের একটি (গল্প) দিন।




                   গল্প একটা লিখতে হবে। কিন্তু মাথায় আসছেনানা থ্রিল,না কমেডিনা প্রেম কিসসু মাথায় আসছেনা। কেমন একটা ফাকা ফাকা হয়ে গেছে ব্রেন টা। মনে হয় যেন Mental Lockdown এর শিকার। সব কিছু কেমন ঝাপসা।  ছেড়া ছেড়া চিন্তা ভাবনা গুলো মেঘের মতো ভেসে বেড়াচ্ছে। ওদের জাপটে ধরতে গেলেই ওরা মিলিয়ে যাচ্ছেআমি ভিজে যাচ্ছি বাষ্পে। অথচ চোখের সামনে কত কিছুই হয়ে যাচ্ছে।




                দেওয়াল লিখনের মতো কেউ যেন মগজে লিখে দিচ্ছে ঘটনা বলী। এই যেমন সেদিন   আলু কিনতে বাজার যাচ্ছি(এখন আলু ২৪, শালা কি দাম )। ফাঁকা রাস্তায় একটা বেড়াল ছানাকে পিষে দিল একটা মারুতি। বেড়ালটা থেমে গেল, মারুতি এগিয়ে গেল।

          বাসে সামনের লোকটা তাকিয়েই আছে পাশের মেয়েটার বুকের দিকে। ভরভরন্ত মেয়েটা ভালোই বুঝছে সব কিছু, নামার আগে দেখলাম বুকের আচলটা আরো খানিকটা সরে গেছে।  

             কয়েকটা বাইক হুস করে বেরিয়ে গেল। প্রত্যেক বাইকে ঝান্ডাঝান্ডার রং বলবোনা, অবশ্য ধর্মনৈতিক রাজনীতির। ওরা মৌলবাদী, জাতিভেদের ঐতিহ্যকে এরাই টিকিয়ে রেখেছে। সামনের ইলেকশনে নাকি সেকে দেবে একেবারে। 

         এগিয়ে চললাম, বাটি নাচানো সংক্ষিক্ত বৃদ্ধা সবার দিকে চেয়ে দেখছে, ভুড়িওয়ালা লোকটা পয়সা দিলোনাএকদলা থুতু ছুড়লো। বাটি থেমে গেল। 

               নাকে কচুরির গন্ধটা আসতেই পাকস্থলীটা চিরবিড় করে উঠলো। পকেটে হাত দিলাম, মনে পড়লো আলু। মাছিগুলোর সাথে ভাগ করে রসগোল্লা খেলাম।

                রিক্সা টা বাঁক নিতেই ধাক্কা লাগতো, সেলুনটায় কিশোর কুমার বাজছে গাক গাক করে। "জিন্দেগী এক সফর হ্যায় সুহানা".....কে বুঝলো? রাজেশখান্না ছাড়া??? বুঝলে কি আর আমরা.....!! বাদ দিন। change is the only constant in nature......কথাটা বোঝানোই গেলনা ওই লোকগুলোকে। 

              মুখার্জীদের রকে এখোনো আড্ডা জমে, তিনটে বুড়ো এখনো আসে, আগে চারটে আসতো। শৈলেন মারা গেছে। বাকি তিনজন এখোনো আসে, চল্লিশ বছর ধরে আসেপাশে বাপির চায়ের দোকানওরা চা খায়, গপ্পো করে। কি গপ্প? সংসদীয় গনতন্ত্রের কথা, মার্ক্সবাদের কথা, পরিবর্তনের কথা। সিগারেট কেউ খায়না, চল্লিশ বছর আগে খেতো। সন্ধে বাড়লে বাড়ি থেকে ফোন আসে, আগে মায়ের আসতোএখন স্ত্রী ফোন করে। "এইতো, আসছি" বলে বেরিয়ে যায় তিনজন। ওরা বদলায় না। ওরা বদলাতে চায় না। ওদের পৃথিবীতে এখোনো উত্তমকুমারের ছবি ব্ল্যাক হয়, এখোনো শচীনকত্তা ভাটিয়ালি গায়, এখোনো গ্রামোফোনের পিনটা চকচক করে। ওদের ফেরার সাথে সাথেই গল্প শেষ হয়। ওদের রাস্তা গুলো বেকে যাওয়ার আগে ওরা একে অপরকে জিগ্যেস করে "কাল ৬ টায় তো?"। কে জানে!! শৈলেন টা বেইমানি করে আসেনি আর! এদের দেখি আর ভালো লাগে 'বানপ্রস্থ' উপন্যাসের কথা মনে পরে যায়।

                যাই হোক আমায় বাড়ি ফিরতে হবে। বাস গুলোয় বাদুর ঝোলা হয়ে যেতে হবে। আসছে একটা। দাড়ান একটু,উঠে কথা বলছি......হ্যা...উঠেছি, কোনোরকমে পাদানি তে পা দিয়েছি,বাকি শরীরটা হাওয়ায়। বাস ছুটছে। ছুটছে.....পুরো শহর ছুটছে, ফেরিওয়ালা ছুটছে, ভিখারী ছুটছেমৌলবাদী ছুটছে। হঠাৎ শোরগোল। 

               বাসটাও থেমে গেল। আমার মাথার ওপর অনেক গুলো মুখ আকাশটাকে ঢেকে রেখেছে। আমি পড়ে গেছি, সবাই দেখছে বেঁচে আছি কিনা!!! আবছা শুনতে পাচ্ছি লোকের গলা! এবাবা! এ টেসে যাবে, আরে অ্যাম্বুলেন্স ডাকো, ব্রেন টা ড্যামেজ হয়ে গেলো বেচারার, অ্যাই সুমি ওদিকে যাও,তুমি তো ব্লাড দেখতে পারোনা। সব,সব শুনতে পাচ্ছি। হাসি পাচ্ছে, হঠাৎ কেউ কানের কাছে বলে গেলো "তুমি আর তুমি নেই, আস্ত একটা গল্প হয়ে গেছ"।

(ভালো লাগলে ও ভালো না লাগলে Comment করে জানাতে পারেন।
আদেশ, উপদেশ, অনুরোধ থাকলে তাও জানাতে পারেন।)
বাসে সামনের লোকটা তাকিয়েই আছে পাশের মেয়েটার বুকের দিকে। ভরভরন্ত মেয়েটা ভালোই বুঝছে সব কিছু,story before death,a death story. death story,long live or die story, bengali blog, bengali story, 2020, bekarchele story, suvajit blog,story before death,  day before death, the death story, story before,death of a writer, death of a poet, death of a artist,story to death,মৃত্যুর গল্প, মৃত্যুর কাহিনি,মরার আগের এক দিন, মরার আগে এক দিনের গল্প,মৃত্যুর আগের দিনের গল্প, মৃত্যুর আগে এক দিন, মৃত্যুর আগে এক কবির গল্প, লেখকের মৃত্যু, কবির মৃত্যু, গল্প মৃত্যুর আগে, গল্পকারের মৃত্যু, সাধারন গল্প, বেকারছেলের গল্প, সাধারন ও অসাধারন, বর্তমান সমাজের গল্প, sad reality of our society, লেখকের চোখে সমাজ, সমাজের গল্প, লেখকের চোখে সমাজের গল্প, a social story of a writer , writer prespactive story,a bengali story about socity, a dark society story,death story, morar golpo,one day the before die,one,day,the,before,die,silence
Previous
Next Post »