*হীরক রাজ্যে করোনা..!*
হীরক-রাজার-দেশে-নাটক-Lockdown-in-Hirak-Rajar-Deshe |
রাজা : মন্ত্রী, সভাসদগণ সব
কোথায় থাকো?
রাজ্যে মৃতের সংখ্যা
কত হলো
সে খবর কি রাখো?
মন্ত্রী : আজ্ঞে, রাজামশাই,
গত সপ্তাহে তো ছিল
একশত দুই,
এই সপ্তাহে সেটাই
দেড়শত ছুঁই ছুঁই.
রাজা : বলো কি !
মারা গেলো দেড়শত
মানুষ
আর তোমরা করো কি?
শুধু আলো নিভিয়ে,
ছাড়ছো ফানুস.
মন্ত্রী : আজ্ঞে, লকডাউনের
জ্বালায় মানুষ হচ্ছে
জেরবার,
তাই দীপাবলির আনন্দে
তাদের মাতিয়ে দিলাম
একবার.
রাজা : সবই তো বুঝলাম,
কিন্তু, লকডাউন তো
এখন যাবে না তোলা,
অফিস, আদালত,
পাঠশালা সবই বন্ধ থাক
কিসুই যাবে না খোলা..
অর্থ মন্ত্রী কোথায়?
ব্যাটারে দেখছি না তো
ধারে কাছে,
রাজ্যের কোষাগারে আর
কতটা অর্থ আছে?
মন্ত্রী : আজ্ঞে, রাজা মশাই,
উনি এখনো সভায়
উপস্থিত হন নাই,
আপনার অনুমতি হলে,
তাঁকে ডেকে পাঠাই..
রাজা : ডেকে আনো তারে
ব্যাটা এমন সময়
কোথায় ফুর্তি মারে.
অর্থ মন্ত্রীর প্রবেশ,
অর্থমন্ত্রী : রাজা মশাইয়ের
জয় হোক,
করোনার জেরে
আটকে ছিলাম গৃহে,
তাই আসতে একটু
গোলযোগ...
রাজা : শোনো অর্থমন্ত্রী,
কোষাগারের অর্থ
পাঠিয়ে দাও সকলের
খাতে,
আমার প্রজারা যেন
থাকে দুধে ভাতে..
ঠিক কিনা?
মন্ত্রী : ঠিক, ঠিক, ঠিক
অর্থমন্ত্রী : কিন্তু রাজামশাই,
অর্থ যা আছে
তা পর্যাপ্ত নয়
অন্য রাজ্য থেকে
ঋণ নিলে ভালো হয়.
রাজা : অন্য রাজ্য থেকে
ঋণ?
তা কি করে হবে?
তবে এই কয়েক মাস
তোমাদের বেতন কাটা যাবে.
ঠিক কিনা?
মন্ত্রী : ঠিক, ঠিক, ঠিক.
রাজা : গবেষক কোথায়?
ডেকে আনো তারে,
সারাক্ষন যন্তর মন্তরে
কি যে ছাই করে?
গবেষকের প্রবেশ,
রাজা : এই যে গবেষক,
সারাদিন যন্তর মন্তরে
কি করো?
এতদিনে একটা ওষুধ বানাতে পারো না,
যত্তসব বুজরুকি মারো..
গবেষক : মহারাজ,
নই আমি ফাঁকিবাজ.
করোনা থেকে,বাঁচার আছে রাস্তা,
সহজ, সুলভ এবং সস্তা..
রাজা : বলো কি গবেষক,
উপায় আছে?
তাহলে এতদিন তা চেপে রেখেছিলে কেন,
নিজের কাছে?
গবেষক : মহারাজ,
নিজের নাক, মুখ
ঢেকে ফেলতে হবে মুখোশে,
হাত দুটি ভরতে হবে দস্তানায়,
প্রয়োজন ছাড়া বেরোনো যাবে না বাইরে,
নিজেকে বন্দি করতে হবে নিজেরই আস্তানায়..
রাজা : এতে কি কমবে মৃত্যু,
থাকবে না আর ভয়?
গবেষক : মহারাজ, এইতো
কিছু সহজ নিয়ম
মেনে চললে ভালো হয়.
রাজা : সভাকবি, শুনলে তো
সব কিছুই,
এই নিয়ে কিছু লাইন লিখে
ফেলো তো যুতসই..
সভাকবি : দূরত্ব বজায় রেখো
মানুষে মানুষে,
জমায়েত করো না মাঠে,
ঘাটে, রাস্তায় বা বাড়ির আশেপাশে..
বার বার হাত ধোবে সাবানের জলে,
অকারণে দিয়ো না হাত চোখে, নাকে,
গালে..
গৃহে থাকো, সুস্থ থাকো, আতঙ্ক করো না,
হীরক রাজা পাশে আছে একথা ভুলো না..
করোনা হবে ধ্বংস, যাবে না আর প্রাণ,
সবাই মিলে করো তবে হীরক রাজার জয়গান.......
1 Comments:
Click here for CommentsKhub bhalo
ConversionConversion EmoticonEmoticon