চলুন বেড়িয়ে পড়া যাক এক অজানা,অচেনা, UNECCEPTED, UNNATURAL,UNPREDICTABLE জগতের JOURNEY তে। যেখানে থাকবে শুধু জানা ও চেনার আকাঙ্খা ও আগ্রহ. knowledge হবে শেষ কথা। সাহিত্য(LITERATURE), বিজ্ঞান(SCIENCE), দর্শন (PHILOSOPHY),ইতিহাস(HISTORY),ভূগোল(GEOGRAPHY) সব কিছু।
একটা ব্লগ যেটা বাংলা ভাষায়। হ্যাঁ ঠিক পড়েছেন, এটা করা,বলা ও লেখার সাহস দেখিয়েছি আমরা কয়েক জন।
আমরা নবীন, আমরা বেকার, আমরা যুবক,। করে দেখানর হিম্মত, আর সাহস দুটোই আমাদের নিত্য সঙ্গী। অঢেল সময় থাকার দরুন কোন বিষয়ের গভীরে যাওয়া, আর সেই বিষয়ের সত্যতা যাচাই করা খুব দুঃসাধ্য নয় আমাদের পক্ষে।
এখানে ছেলে ভুলানো গল্প নেই, সমস্ত কিছু অভিজ্ঞতার রসে সঞ্চিত হয়ে বেড়িয়ে আসা গল্প,কাহিনি। যা আমাদেরি আত্মঋদ্ধতায় সহায়ক।
আমরা বেকার হলে ও আমাদের Bekarchele ব্লগ এর পথ সহজ নয় সতন্ত্রতার পথ।
ConversionConversion EmoticonEmoticon