We Can Do Anything/আমরা সব করতে পারি।
১।। একজন চা ওয়ালা দেশের প্রধান
মন্ত্রী - নরেন্দ্র মোদী
২।। এক বাচ্ছা মেয়ে যে ৯ বছর বয়সে
ধর্ষিতা হয়, ১০ বছর বয়সে Pregnant
হয়, Local T.V Show থেকে দু’বার বের করে দেয়। পরবর্তী কালে সে Oscar যেতে – Oprah
Winfrey
৩।। এক Jobless মেয়ে যার Divorce
হয়ে যায়, এক তিন
বছরের মেয়ের দায়িত্ব তার উপর। ডিপ্রেশনে যাওয়ার পরে ও World এর সব থেকে famous novel series লিখে ফেলে - HARRY POTTER। - J.K Rowling
৪।। দু’বার Business এ ফেল হওয়ার পর, ৮ বার ভোটে হেরে গিয়ে ও ৯ বার এর মাথায়
ভোটে জিতে আমেরিকার President হয়। - Abraham Lincoln
৫।। এক ব্যক্তি ৯৯৯ বার ফেল করার পরে
ও ১০০০ বারের মাথায় সে Bulb আবিষ্কার করে। - Thomas Edition
৬।। এক ব্যক্তি যার Break-up এর পর তার GF সমস্ত Social Platform থেকে Block করে দেয়। তারপরে সেই ব্যক্তি দুনিয়ার সব থেকে বড় Social Platform(Facebook) তৈরি করে। - Mark zuckerberg
৭।। এক ব্যক্তি যার Hole Body Paralysis থাকে। চলাফেরা তো দুরের কথা, সে তার আঙ্গুল
পর্যন্ত নাড়াতে পারে না। পরবর্তী কালে সে world এর One Of The Best Scientist হয়ে ওঠে। - Stephen Hawking
৮।। এক ছেলে যে জঞ্জাল পরিষ্কার করার
কাজ করত, সেখান থেকে সে হয়ে ওঠে বিশ্বের অন্যতম Cricket Player. – Chris Gayle
৯।। এক ব্যক্তিকে News Paper Company চাকরি থেকে বার করে দেয়। তার মধ্যে Creativity ছিল না, idea র কমতি ছিল। পরে সেই ব্যক্তি Mickey Mouse এর মত Character তৈরি করে, Disney করে। - Walt Disney
১০।। একজন খেলোয়াড় High School এর Basket
Ball team থেকে বের করে দেওার পরে ও সেই ব্যক্তি বিশ্বের One Of The Best Basket Ball Player হয়ে ওঠে।– Michael
Jordan
আমার মনে হয় আমরা হয়তো যা চাই তাই Achieve করতে পারি। We Can Do Anything. আমরা সব করতে পারি। Think Positive, Do positive. যে কাজ আমাদের কে খুসি করে , যে কাজ করতে
আমাদের ভাল লাগে সেই কাজ, আমারা সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাব কোন কোন সময়ে। যার
স্বপ্ন আমারা দেখি তার কাছে পৌছতে লাগবে শুধু একটা আগুনের ফুল্কি, একটা স্ফুলিঙ্গ,
A Single Spark. দরকার Hard Work and Smart Work. এখন আমি যেখানে আছি সেটা আমার অতীতের করা কাজ তা সে ভুল বা হোক ঠিক। আর আমদের Future যা হবে সেটা ঠিক করবে আমার বর্তমান, আমার Present Activity. তাই অতীত আর ভবিষ্যৎ এর থেকে বেশি প্রয়োজন
আমাদের বর্তমান, তা সে যেমনি হোক না কেন।(Past I Can Not Change, I Can Not Decide Future, But I Know What Is My
Present) তাই বর্তমানে বাঁচা খুব জরুরি। অতীত ভুলে যাও, ভবিষ্যৎ
ছেড়ে দাও, বর্তমানে বাঁচো।
আমাদের সব করতে পারার গল্পের একটা অংশ ;-
এই পর্যন্ত শুনতে খুব ভালো লাগলো আশা করি?? কিন্তু কথাটা-ভাবনাটা-চিন্তাটা এখানেই শেষ হয়ে যাচ্ছে না। এই সব সফল মানুষদের গল্প শুনলে সত্যি আমাদের গায়ের রক্ত গরম হয়ে যায়। যে জিম করে সে ভাবে এখুনি জিমে চলে যাই, যে বই পরে সে ভাবে এখুনি উঠে পড়তে বসে যাই, যে লেখে সে ভাবে কিছু একটা লিখে ফেলি, কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনা। এই হয়ে ওঠা আর হয়ে না হয়ে ওঠা মানুষের আনুপাতিক হার ৯৭ঃ০৩ , একদম ঠিক বলেছি। না পারা,না হওয়া মানুষের ভাগ বেশী, কিন্তু কেন পারিনা??
মাঝে অনেক সমস্যা আছে যে গুলো হয়ত ওই বই বা সিনেমা গুলোতে বলা থাকে না। বলা থাকে না সেই জবানীতে যে গুলো আমাদের এত জীবিত করে। যে দেশে বেশির ভাগ মানুষ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত থেকে Belong করে সেখানে স্বপ্ন- আশা, 'করে দেখানর জোশ' এগুলো আসবে কোথা থেকে। ২৩- ২৪ বছর বয়সে গিয়ে যেখানে নিজেকেই নিজে চিনে উঠতে পারিনি, বুঝতে পারিনা কি করা উচিৎ আর কি নয়, জানি না আমি নিজে কি ভালবাসি আর কি নয়,ঠিক করতে পারিনা নিজেদের চাওয়া-পাওয়াকে, সুস্থির মানসিকতার জন্ম তখনও হয়নি। সেখানে আমাদের মাথায় থাকে বয়স্ক বাবা-মায়ের দায়িত্ব, বখাটে ভাই কে সামলানোর জিম্মা, বোন কে মানুষ ও বিয়ে দেওয়ার গুরু ভার। সেখানে নিজের জন্য,নিজের ভালবাসার জন্য,ভাল লাগার জন্য আর সময় থাকে না। মানুষ যে সামাজিক জীব- সেই সামাজিক দায়িত্ব পালন করতে করতে তো জীবনের ৯০% শেষ।
তাই ওই Motivation আর Inspire T.V এর Screen এ আর বই এর পাতায়, আর সন্দীপ মহেশ্বরীর মুখে ভাল লাগে। বাস্তবে এর কোন অস্তিত্ব নেই।
কলমে- স্বপ্নঝিল
(ভালো লাগলে ও ভালো না লাগলে Comment করে জানাতে পারেন।
আদেশ, উপদেশ, অনুরোধ থাকলে তাও জানাতে পারেন।)
IF Any One Like Our Work,Our Blog Then Support Us On Google Pay - Our Google Pay UPI ID- roysuvajit057@oksbi
follow me :- https://bekarchele7.blogspot.com/
- কাশীরাম দাস কি মহাভারতের হুবহু অনুবাদ করেছেন?
- বর্তমান দিনে শিশুশ্রম ও সভ্য সমাজ
- শ্রীকান্ত জিচকর' ভারতবর্ষের সর্ব্বোচ্চ শিক্ষিত ব্যক্তি
- কবি হওয়ার সহজ উপায় / How To Become A Poet eas
- লকডাউন,ভগবান ও যাদবপুর ঝিলপাড় / Lockdown,God and J.U
- হীরক রাজার দেশে লকডাউন
- প্ল্যানচেটে উত্তমকুমার কে ডাকলাম
- আমরা পুরুষ!! আমরা বর্বর!! / We Are Men !! We Are Barbarians !!
- বাংলা(সাধু) ভাষা প্রসঙ্গে / About Bengali Language
- Sad Reality Of Boys / আজকের সমাজে ছেলেদের গল্প
- A Day (Story) to Before Die / মৃত্যুর আগের একটি (গল্প) দিন।
- বেকারছেলে ও বিকালের মেয়েরা / Unemployed Boys And Girls In Evening
- সোশ্যাল মিডিয়ার E- ভাষা / E- Language Of Social Media
- আমরা বাঙালী, "যতক্ষন শ্বাস, ততক্ষণ গ্রাস"/ Bengali New Year 1st Day for Us
- We Can Do Anything(Deram vs Reality)/ আমরা সব করতে পারি(স্বপ্ন বনাম বাস্তব)
- Corona And Stupid People / করোনা আর বোকা** লোক
.We Can Do Anything. আমরা সব করতে পারি,we do,we can do,we win,i can,i can do,i can do any thing,motivetion,আমরা সব পারি,আমি সব পারি,we can do better,we can do anything but not everything,we can do all things through christ,we can do anything together quotes
1 Comments:
Click here for CommentsE ki holo....
ConversionConversion EmoticonEmoticon