প্রেম ও 'অন্য বসন্ত' / Onnyo Basanto


মুভির নাম- 'অন্য বসন্ত'

পরিচালক - অদিতি রায়


প্রেম ও 'অন্য বসন্ত' / Onnyo Basanto



                       সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘অন্য বসন্ত’ উপন্যাসটিকে যে ছবি আকারে দেখা যাবে তা সত্যিই আমরা ভাবিনি। যদিও বড় পর্দায় মুক্তি পায়নি ছবিটি তবে টিভি কিমবা Youtube  এ অনেক মানুষ দেখেছে। অসাধারন কিছু গান রয়েছে এই ছবিতে আর তুলনাহীন অভিনয় ও পরিচালক।


                       'সুচিত্রা ভট্টাচার্য' -এর উপন্যাস অবলম্বনে করা অন্য বসন্ত মুভি এক মন ভালো করে দেওয়া Perfect মুভি।

                      মুভির শুরুতেই এক দ্বন্দ্ব। নবীন বনাম প্রবীণপুরান সংস্কার বনাম আধুনিক দৃষ্টিভঙ্গিপ্রাচীন সনাতন রীতি বনাম আধুনিক বিজ্ঞান। গল্পের বিষয় প্রেম,ভালোবাসা।

                      কেমন করে মানুষ নিজের অজান্তে কিভাবে অন্য কারো সঙ্গে জড়িয়ে পড়ে যেন তার গল্প। দুদিন পরে বিয়ে ঠিক হয়ে যাওয়ার সত্ত্বেও কেমন করে অগোছালো মনের মানুষকে ভালোবেসে ফেলবে তা সত্যি খুব Interesting. 

                       সমাজে একদিকে যেমন গাড়ি ,বাড়ি , টাকাফ্লাটব্যাবসাহেনতেন কে বেঁচে থাকার রসদ বলে মনে করা হয়। তেমনি অন্য দিকে "নীড় ছোট ক্ষতি নেই" ভাবা মানুষ থাকে,যারা ঘন্টার পর ঘন্টা রবীন্দ্রনাথ,জীবনানন্দ,শেক্সপিয়র পড়তে পারে। যাদের জন্য সমাজে মূল্যবোধ,বিবেকবোধ,আদর্শ নামক মানবিক অনুভূতি গুলো বেঁচে আছে


মুভির youtube লিংক-



Previous
Next Post »