হয়তো এটা ভালোবাসা নয় / Maybe it's not love


        হয়তো এটাই প্রকৃত ভালোবাসা



হয়তো এটা ভালোবাসা নয় / Maybe it's not love

           *প্রথম দেখাতেই তুমি ওকে পছন্দ করেছ আর ও তোমাকে। আর এই love At First Sight  কে তুমি ভালো বাসা মনে করছো, তো হতে পারে তুমি ভুল।

                  (কারন প্রথম দেখাতেই Antique জিনিস ও আমাদের পছন্দ হয়ে যায়। আর আমরা তা ঘরে রাখি দেখানোর জন্য।)
        


        *এখন তোমাদের মধ্যে অনেক রাত পর্যন্ত অনেক কথা হয়, আর একেই তুমি ভালবাসা মনে  করছো, তো হতে পারে তুমি ভুল।

                            (কারন একাকীত্বের জ্বালায় দুজন অচেনা পথচারী ও একে অপরের সাথে অনেক কথা বলতেই থাকে।)


         *কোন ছেলে কে দেখলে ও তোমার হাত জোরে চেপে ধরে, আর কোন মেয়ে কে দেখেলে তুমি ওর হাত , আর এই Cute Jealousy কে তুমি ভালবাসা মনে করছো, তো হতে পারে তুমি ভুল।

                                  (কারন মুক্ত বিহঙ্গদের ধরা হয় খাঁচায় বন্দী করে রাখার জন্য, ওদের স্বাধীনতার জন্য নয়।)


           *এখন দুজন দুজনের কথা Feel করতে পার, বুঝতে পার। একে অপরের সুখ দুঃখের কথা ভাগ করে নিতে শিখেছ , আর একে তুমি ভালবাসা বলছো, তো হতে পারে তুমি ভুল।

                                  (মনে রেখ  দুটো ভিখারি ও একে অপরের খিদের জ্বালা বুঝতে কিন্তু মেটাতে পারে না।)


            *যদি তুমি Proposal Anniversary এর Celebration প্রতি মাসে করছো, আর একে তুমি ভালবাসা মনে করছো, তো হতে পারে তুমি ভুল।

                              (কারন ভালোবাসার গভীরত্ব আর বিশালত্ব বোঝানোর জন্য কোন মাস - তারিখের প্রয়োজন হয় না।)


          *কারন এখন তুমি ওর Insta Story, আর ও তোমার Snap Story এর অংশ, আর একেই তুমি ভালোবাসা মনে করছো, তো হতে পারে তুমি ভুল

                   (কারন ভালোবাসা কে কোন Filterer সঙ্গে Save করা যায় না। ভালোবাসা কে শুধু ভালোবাসার মুহূর্তে বাঁচতে জানতে হয়।)

 
কিন্তু হ্যাঁ,

তুমি ওর শরীর নিয়ে খেলার আগে যদি ওর চুলে হারিয়ে যেতে পারো।

যদি সে কোন রকম আবরণ ছাড়া নিজের সবটুকু তোমার সামনে তুলে ধরে।

যদি ওর চোখের জলের প্রত্যেকটা ফোঁটা তোমার কলারেই পরে।

আর তোমার হাসির কারন ওর নাদানিয়াত, আর মাসুমিয়াত হয়

               তাহলে হয়তো না না হয়তো নয়, এটাই এটাই এটাই ভালোবাসা, আর যদি এমন ভালোবাসা পেয়ে যাও – ধরে রাখো, জড়িয়ে  রাখো। আর যখনি যেখানে সুযোগ পাবে JUST TELL HER ; How Much Love You To Do?, Just Tell Your Feelings about Her. এরকম ভালোবাসার সঙ্গে পরিচয় হতে জীবনের অনেকটা সময় চলে যায়।

কলমে- Yahya Bootwala(shayad wo peyar nahi )
অনুবাদ- অনুবাদক

Previous
Next Post »

1 Comments:

Click here for Comments
Unknown
admin
২৩ জুন, ২০২০ এ ৮:৫৪ AM ×

R ektu likhle valo hoto 😁

Congrats bro Unknown you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar