'মাছ মিষ্টি এন্ড মোর' ও বাঙালীয়ানা / Maach Mishti & More And Bangaliyana

মুভির নাম- 'মাছ মিষ্টি এন্ড মোর'



পরিচালক- মৈনাক ভৌমিক


'মাছ মিষ্টি এন্ড মোর' ও বাঙালীয়ানা / Maach Mishti & More And Bangaliyana



মুভিটা বাঙালিয়ানার প্রতীক। মুভিটার গল্প, গান, Theme সবটাই বাঙালি কে ঘিরে। তার মানে এই নয় যে, মধ্যবিত্ত বাঙালি, ট্রামে বাসে চড়া বাঙালি,গড়িয়া হাটে Bargaining করা বাঙালি, লোম খাড়া করে কাঁপা কাঁপা গলায় জীবনানন্দের কবিতা আবৃত্তি করা বাঙালি। এখানে বর্তমানে বাঙালির কি পরিস্থিতি (যদিও সেটা High Profile বাঙালি) তাই দেখানো হয়েছে বাঙালি কিভাবে নতুন করে নতুন সব কিছু কে Adobe করে নিজেদের Modernization করছে


সমাজের বিবর্তন,পরিবর্তন, পরিমার্জন এখন বাঙালি নিজের মধ্যে কেমন ভাবে আত্মস্থ করছে। তারই এক সামগ্রিক চিত্র। "পুরান যা কিছু খারাপ আর নতুন সব ভালো" এই ভাবনা থেকে বেড়িয়ে অতীতের মাটিতে পা রেখে নতুন কে আহ্বান করা বাঙালিকে দেখান হয়েছে


যে বাঙালি মোড়ের মাথার চা না হলে সকাল কাটে না, ইলিশ না চিংড়ি, মোহনবাগান না ইস্টবেঙ্গল, এই নিয়ে তর্ক না করে দিন যায় না,সেই বাঙালির কথা বলা হয়েছে যারা মাছ,মিষ্টি ছাড়াও অনেক কিছুই ভালোবাসে


মুভির youtube লিংক-







Previous
Next Post »