10 Unknown Fact About Corona/ দশটি অজানা তথ্য করোনা সম্পর্কে


Unknown Fact About Corona


              
                  কেন করোনা ভাইরাস থেকে আমাদের সচেতন থাকতে হবে?  কেন আজ সারা বিশ্ব Lockdown হয়ে আছে? কেন আজ ইতালি ও আমেরিকার জনসংখ্যা প্রায় অর্ধেক হতে চলল? কেন আমাদের Economy আজ নিচের দিকে? “এর একটাই কারন মানুষ সচেতন নয়”। এই সময় কেউ চা খেতে বের হয় তো কেউ মাছ বিক্রি করতে। কেউ টাটকা রুটি কিনতে বের হয় বা কেউ Fresh সবজি কিনতে। মানুষ কবে আর সচেতন হবে? এই সচেতনতার পিছনে অজ্ঞানতা কে দায়ি করে আজ এই Post.
Top 10 Unknown Fact About Corona/ দশটি অজানা তথ্য করোনা সম্পর্কে


Top 10 Unknown Fact About Corona/ দশটি অজানা তথ্য করোনা সম্পর্কে


Fact-1;-
           কোভিড -19 এবং SARS-CoV-2 একই  জিনিস  নয় কোভিড -১৯ একটি  নতুন করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট একটি রোগ (D stands for disease) এবং SARS-CoV-2 নিজেই ভাইরাসটির নাম

Fact-2;-
              COV  হলো করোনা ভাইরাস এর  জন্য সংক্ষিপ্তসার একটি নাম মাত্র

Fact-3;- 
         করোনা ভাইরাস গুলি যেন জীববিজ্ঞানের  পরোয়াই করে না প্রতিটি  ভাইরাসের স্পাইকের  লেজের  অংশটি, আমাদের শরীরের দরকারী, প্রয়োজনীয় পদার্থের অণুকে "নকল করে", যাতে সেলুলার রিসেপ্টররা আনন্দের সাথে এগুলিকে নিজের মধ্যে টান নেয়, এবং স্পাইকটি প্রবেশের পরে পুরো ভাইরাসটি কোষের মধ্যে নিয়ে নেয়আর এইভাবেই আমরা infected হই।

Fact-4;- 
            "নতুন করোনা ভাইরাস বা Novel Corona" (Novel বা  nCoV) শব্দটির অর্থ ' বিজ্ঞানী বা আমাদের শরীরের কোষগুলি আগে এই ধরনের ভাইরাসের সংস্পর্শে কখনও আসেনি।

Fact-5;-
           বিবর্তনের 2 মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকগুন বৃদ্ধি পেয়েছে আমাদের পরিচিত অনেক  সংক্রমণের মোকাবেলা করতে ও  শিখেছে, তবে নতুন করোনভাইরাসটি আমাদের আশ্চর্য ও অবাক করে দেয় যে  এটি এতটা কঠিন এবং এর সাহায্যে মানুষ খুব সহজেই আক্রান্ত হয়ে পড়ছে

Fact-6;- 
         একবার কোনও কোষে এলে ভাইরাসটি তার উপর নিয়ন্ত্রণ রাখে এবং তার স্বাভাবিক কাজকর্মের পরিবর্তে অবিরাম নিজের COPY তৈরি করতে শুরু করে।  একটি চেইন প্রতিক্রিয়া শুরু হয় ফলস্বরূপ,আমাদের শরীরের  কোষটি মারা যায় বেঁচে থাকে ভাইরাসটি আর তার তৈরি COPY গুলি এবং সংক্রমণের বাহক সংক্রামক হয়ে ওঠে

Fact-7;-
          সংক্রমণের  প্রাথমিক পর্যায়ে, করোনা ভাইরাসটি  সক্রিয়ভাবে গলা এবং উপরের শ্বাস নালীর মধ্যে নিজেকে পুনরুত্পাদন করে অর্থাৎ সেখানেই থাকে ও স্বভাব অনুযায়ী নিজের Copy তৈরি করে তারপরে সংক্রমণটি নেমে যায় এবং ফুসফুসে পৌঁছে যায়।

Fact-8;-
          এ কারণেই সংক্রমণের প্রথম লক্ষণ ' কাশি তারপর শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করেশরীরের তাপমাত্রা বাড়া হল দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা Active হওয়া।

Fact-9;-
       চীনের উহানের 30% রোগীর  হাসপাতালে আসার সময় তাদের শরীরের  তাপমাত্রা স্বাভাবিক ছিল

Fact-10;- 
            সংক্রামিত অনেক লোক (১৮% বা পাঁচ জনের মধ্যে একজন) তাদের  এমনকি কাশিও পায় না অথচ তারা এই ভাইরাস দ্বারা আক্রান্ত  রোগটি কোনও লক্ষণ ছাড়াই এগিয়ে চলে: কোনও ব্যক্তি এমনকি তিনি অসুস্থ এমন সন্দেহও করতে পারেন না ঠিক এই জন্য এত মারাত্বক রকম ভাবে Dangers এই ভাইরাস

·                         


          *কোরোনা সংক্রান্ত এইরকম, পরবর্তী Post শীঘ্রই আসবে, আরও অজানা তথ্য নিয়ে লিখব খুব শীঘ্রই। পারলে এই Blog টা কে E-MAIL Subscription করে রাখতে পারেন। Part 2 is Coming Soon..

     কলমে- সুস্থ মস্তিস্কের নাগরিক


Top10 fact about corona,facts about Corona, Corona facts, Corona, virus facts, Mystery of Corona in, Corona in chin, Corona of sea, korona facts,Mysterious death in Corona, amazing facts,FTD Facts, indian Corona, Amazing random facts, amazing facts, interesting facts about corona,facts, dekho isko on kim jong un Corona, top 10, 10 facts in bengali, Corona in Bengali,
দশটি অজানা তথ্য করোনা সম্পর্কে, করোনা সম্পর্কে তথ্য, করোনা, করোনা ভাইরাস, রহস্যজনক তথ্য করোনা সম্পর্কে, চিনে করোনা, করোনায় রহস্যজনক মৃত্যু,অসাধারন তথ্য করোনা সম্পর্কে,করোনা বাংলায়, দশটি অজানা তথ্য বাংলায়, bekarchele, বেকারছেলে

Previous
Next Post »