Why We Like Superheros? / কেন Superhero আমাদের এত পছন্দের?


                             The humanity Behind The Mask




Why We Like Superhero? / কেন Superhero Movie আমাদের এত পছন্দের?




                      আমাদের Superhero Movie কেন এত পছন্দের? কি থাকে Superhero Movie তে আর আমরাই বা কি দেখিআমাদের কি শুধু Action ভরা Story Line পছন্দ করি? নাকি Superhero দের Fit & Fine Dress আমাদের মুগ্ধ করে? 



                        Superhero মুভি 2 ঘন্টার Epic Adventure ভরা থাকে কিন্তু লক্ষ করলে আমরা দেখব ব্যাপারটা Basic Need আর Entertainment কে ছাড়িয়ে যায় Superhero দের Super Power,Super ability, Super Human Strength থাকলেও মুভি গুলোতে সবথেকে বেশি যা থাকে তা হল এক উচ্চমানের জবরদস্ত লেভেলের Humanity,(মনুষ্যত্ব) সব মানুষের এক Origin Story থাকেপ্রত্যেক মানুষ নিজের সঙ্গে এক Unique Past Experience বয়ে বেড়ায় এই Past আর Experience মানুষের Character & Behavior নির্দিষ্ট করে"SMITHSONIAN" পত্রিকায় রবি রুশন বার্গ বলছেন Superhero দের Origin Story তাদের এত Inspireable করে তোলে


                      কেমন করে জীবনে ঘটে যাওয়া বড় পরিবর্তন কে সঙ্গে নিয়ে তারা নিজেদের জীবন কে পরিবর্তন করে নেয় আর আমরা Superhero এর Fan তখন হয়ে যাই যখন তাদের এক অবাক করা Decision নিতে দেখিএকটা ঘটনা যেখানে Superhero এর অনেক Power থাকার সত্ত্বেও তারা সাধারণ মানুষের মত ওই ঘটনার সম্মুখীন হয় এক Superhero Being কে তার চিন্তা ভাবনার থেকে অনেক উর্দ্ধে নেওয়া Decision জন্য আমরা Superhero দের সঙ্গে নিজেকে Relate করতে পারি Superhero সাধারণ মানুষের থেকে আলাদা কিছু নয়, Superhero দের Super Power নিয়ে নিলে তারা সাধারণ মানুষ, তাই তাদের যেটা সবথেকে বেশি থাকে তা হলো মনুষ্যত্ব যেমন---

BATMAN(BRUCE WAYNE)--



          Bruce এর কাছে কোন Special Superpower নেই। কিন্তু physically সে Well Trained আর প্রচুর টাকা হওয়ার জন্য নানা রকম অত্যাধুনিক গ্যাজেট নিজের জন্য তৈরি করে ব্যাবহার করে। ছোটবেলায় বাদুড় দেখে খুব ভয় পেতআর ছোটবেলায় নিজের বাবা মাকে হারায়। এর পরেই সে নিজের ভয় কে শক্তি তে পরিণত করে হয়ে ওঠে BATMAN। নিজের Home Town এর protector কিন্তু তার সমস্যা হল তার আশেপাশের লোক আত্মীয় দের প্রতি তার ভালোবাসা, আর এর জন্যই সে অনেকবার ভিলেনের সামনে দুর্বল হয়ে পড়ে ছিল। কিন্তু অবাক করা কথা হল এই অনেকবার সে নিজের মানুষদের চোখে খারাপ হয়ে পড়েছিলকিন্তু তখন সে তার শহরবাসী কে ছেড়ে যায়নি, নিজের শহর কে বাঁচাতে সে কখনো পিছুপা হয়নি। এটাই হলো মনুষ্যত্ব, আর এটাই হলো শেখার

Why We Like Superheros? / কেন Superhero আমাদের এত পছন্দের?


IRONMAN(TONY STARK)--


         Tony একটা সাধারণ মানুষ,যে তার বুদ্ধি দিয়ে নিজের জন্য Iron Armor তৈরি করেছে। আর এর সাহায্যেই সে মানুষের সাহায্য করে। সবকিছুর শুরুতে যখন আফগানিস্তান তাকে Weapon তৈরির জন্য কিডন্যাপ করে তখন হো ইয়ানসন সাহায্য নেয় পালায়। এসবের মধ্যে হো ইয়ানসন এটা বলতে বলতে মারা যায় যে Tony নিজের জীবন বেকার নষ্ট করোনা, দরকারি মানুষের সাহায্য করো। Avengers মুভিতে Tony পৃথিবীকে বাঁচাতে এক নিউক্লিয়ার মিসাইল Space নিয়ে চলে যাবে নিশ্চিত মৃত্যু জেনে অর্থাৎ পৃথিবী বাসীর জন্য নিজের জীবন দিতে প্রস্তুত।এটাই হল Humanity.

Why We Like Superheros? / কেন Superhero আমাদের এত পছন্দের?



SPIDER MAN(PETER PARKER)--



             Spiderman এক Modified Human,এক Radio Active মাকড়সার কামড়ে সে তার শক্তি পায় কিন্তু সে তখনও Super Hero হয়ে ওঠেনি ,Super Hero সে সেই দিন হয়েছিল যেদিন Uncle Ben মরতে মরতে বলেছিল যে "বড়ো শক্তির সঙ্গে আসে বড়ো দায়িত্ব" Uncle Ben এর সাথে সাথে Spiderman এর Emotional Influence আছে নায়িকা Marry jean এর প্রতি। তাই Marry jean কখনো কখনো Spiderman এর দুর্বলতা হয়ে দাঁড়ায়। অবাক আমাদের তখন লাগে যখন Peter Parker নিজের জীবন থেকে ছোট থেকে তৈরি হয়ে আসা ভালোবাসা Marry jean কে দূরে সরিয়ে দেয়,এটাই Spidermane এর sacrifice নিজের কাজের প্রতি


Why We Like Superheros? / কেন Superhero আমাদের এত পছন্দের?



           শেষ পর্যন্ত আমরা দেখি যদিও Superhero ভীষণ powerfull হয় তবুও এদের Emotion আর সাধারণ মানুষের সঙ্গে জুড়ে থাকা Emotional Influence আমাদের মুগ্ধ করে। সাধারণ মানুষ জীবনে বেঁচে থাকার জন্য লড়াই করেসংগ্রাম করে। পড়ে যায়,আবার উঠে দাঁড়ায়,নিজের কাজে ব্যস্ত হয়ে যায় তাও কোনো Supershut,Super power ছাড়া। আর এই আমাদের বলে দেয় আমরা Superhero থেকে কিছু কম নয়


(ভালো লাগলে ও ভালো না লাগলে Comment করে জানাতে পারেন।

আদেশ, উপদেশ, অনুরোধ থাকলে তাও জানাতে পারেন।)
আসলে Superhero Movie তে কি থাকে? আর আমরা দেখতে কি চাই এই Superhero Movie তে,
Superhero Movies,superhero movies list,IRONMAN TONY STARK story,heart of iron man the tony stark story,heart of iron tony stark story,heart of iron the tony stark story,the heart of iron the tony stark story,heart of iron tony stark,super hero movies, 2020, bengali, bekarchele,bekar chele, bekarchala, bekar chala, superhero,marvel,india,dc,cinematic,universe,dcu,hindi,video,superhero,funny,comedy,power,versus,gaming,superhero films,avengers,justice league,power of superhero,origin stories,batman,spiderman,ironman,captain america,superman,কেন আমরা Superhero দের পছন্দ করি,কেন আমরা Superhero movies পছন্দ করি, die hard fan of superhero,essay of superhero,essay of superhero in bengali, all time famous essay of superhero, for student essay of superhero,Superhero দের নিয়ে বাংলায় প্রবন্ধ,why we like iron man so much,why we like spiderman so much,why we like batman so much,A day in lockdown with your favourite superhero write a paragraph,A paragraph on latest superhero movie you have watched,essay on superheros


Previous
Next Post »